সন্ত্রাসীদের গুলিতে দিঘলিয়ার সাবেক ইউপি সদস্য নিহত

সৈয়দ জাহিদুজ্জামান, দিঘলিয়া, খুলনা : খুলনায় দিঘলিয়া উপজেলার যোগীপোলের সাবেক ইউপি সদস্য আরিফুল হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। নিহত আরিফ হোসেন যোগীপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রাত সোয়া ১১ টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে সন্ত্রাসীরা একটি কালো রংয়ের মোটরসাইকেলে হেলমেট পরা অবস্থায় এসে নিহত আরিফ হোসেন (৪০) কে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছোড়া গুলি আরিফের মাথার বাম সাইডে কানের পাশে ও বুকের বাম সাইডে ও বাম বোগলের নিচে বিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনেরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ হোসেন ৩৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক বলে জানা যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক ইউপি সদস্য কুয়েট সড়কের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় মোটর সাইকেলে তিন যুবক এসে সাবেক ইউপি সদস্য আরিফকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।