ডেস্ক রিপোর্ট : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা বেগমকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাকিয়া খানমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।