সকালেও চলছে ৩২ নম্বরের বাড়ি ভাঙার কাজ, গুঁড়িয়ে দেওয়া হয়েছে সামনের অংশ

চ্যানেল7বিডি ডেক্স: রাজধানীর ৩২ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও ভাঙা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাড়ি। সকাল সাড়ে ৭টার দিকে ভারী যন্ত্রের সাহায্যে ভবনটি ভাঙতে দেখা গেছে। এরই মধ্যে চারতলা পর্যন্ত বাড়ির সামনের অংশ অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রাতভর সেখানে থাকা অনেককেই সকালে আবারও বাড়ির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পরও বহু মানুষ ৩২ নম্বরের দিকে যেতে দেখা যায়। সেখানে জড়ো হওয়া কয়েকজন জানান, তাঁরা স্বৈরাচারের কোনো চিহ্ন রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙার সময় অনেককে উল্লাস প্রকাশ করতেও দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *