চ্যানেল7বিডি ডেক্স: সংস্কার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় নয়, এটি হবে বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ৩১ দফা কোনো হঠাৎ তৈরি করা পরিকল্পনা নয়। বিএনপিসহ যারা রাজপথে যুগপৎ আন্দোলন করেছে, তারা সবাই মিলে এটি প্রণয়ন করেছে।
৩১ দফা বাস্তবায়নে জনগণের সমর্থন জরুরি
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিমনেসিয়াম মাঠে সিটি কর্পোরেশন আয়োজিত বই মেলার মঞ্চে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংস্কারের গল্প শোনানোর দরকার নেই। যারা নতুন করে সংস্কার শেখাচ্ছেন, তারা নিজেদের মধ্যে রেখে দিন। আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণ যদি ৩১ দফার প্রতি সমর্থন জানিয়ে ভোট দেয়, তাহলে আমরা এটি বাস্তবায়ন করবো।
বিএনপির সংস্কার প্রস্তাব ও ভবিষ্যৎ পরিকল্পনা
আমীর খসরু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর আগে ভিশন ২০৩০-এর মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছেন। দেড় বছর আগে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা সংস্কার প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য আলোচনা ও বিতর্ক হয়েছে এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পরিবর্তন আনা হয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, সংস্কারের কথা যারা বলছেন, তাদের কি জনগণের ম্যান্ডেট আছে? আমরা সংসদে প্রস্তাব দেব, আলোচনা করবো। আগের মতো রাষ্ট্র পরিচালনা করা যাবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে হবে।
বইমেলার প্রসঙ্গ ও শিক্ষার স্বাধীনতা
বইমেলার প্রসঙ্গে আমীর খসরু বলেন, বইমেলা কী জিনিস, সেটাই ভুলতে বসেছিলাম। আগে বইমেলা মানে ছিল নির্দিষ্ট একটি দলের চিন্তা-ভাবনা ও দর্শনের প্রতিফলন। শিক্ষার্থীদেরও সেই যন্ত্রণা পোহাতে হতো। তাদের নির্দিষ্ট কারিকুলামের মধ্যে সীমাবদ্ধ রাখা হতো। ভিন্ন মত প্রকাশ করলে মিথ্যা মামলার শিকার হতে হতো, জেলে যেতে হতো, চাকরিচ্যুত করা হতো।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন:
✔ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
✔ বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম
✔ শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন
✔ সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
✔ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ
✔ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া
✔ সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
তথ্যসূত্র: বাসস