সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আহত -উত্তরায়……….

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা জয়নাল মার্কেট রেইল গেইট এলাকায় আজ ৪ই আগষ্ট রবিবার সকাল ১১টায় চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ শাহিনুর আলম শাহীন ছাত্র আন্দলনে বাঁধা প্রদানকারীদের লাঠির আঘাতে বাম পায়ের হাটুতে গুরুতর আহত হন। এসময় আশেপাশের লোকজন তাকে চিনতে পেরে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করে নিরাপদে সড়িয়ে নিয়ে আসেন।

সাংবাদিক শাহিনুর আলম শাহীন বলেন, আমাকে যারা আঘাত করেছে তাদের দেখে আমার মনে হয়নি তারা ছাত্র। তারা ছাত্র আন্দলনে বাঁধা দিতে এসেছিলো এতে কোন সন্দেহ নেই। বর্তমানে আমার পয়ে কোন শক্তি পাচ্ছি না। এরা কারা ছিল তা তদন্দ পূর্বক গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি প্রসাশনের কাছে।

এবিষয়ে উত্তরা জার্নালিষ্ট ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি এস এম এ মনসুর মাসুদ এবং ঢাকা উত্তর সিটি রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মোকলেছুর রহমান মাসুম সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।