সংবাদ প্রকাশ করায় টঙ্গীতে সাংবাদিককে হয়রানি ও প্রাণনাশের হুমকি !

নিজস্ব প্রতিবেদক :: বঙ্গ টেলিভিশন এবং দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ার পর মিথ্যা অভিযোগ করে প্রতিবেদককে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। কে এই নারী লোভী শাহীন ? নেতৃত্বে আছে কতিপয় ভুয়া সাংবাদিক পলাশ ।

গত ১৫ই নভেম্বর টঙ্গী পূর্ব থানায় স্বপ্না পারভিন অভিযোগ দায়ের করেন শাহিনের স্ত্রী  জনি, শাহিন এবং আজিম এর নামে। উক্ত অভিযোগের ভিত্তিতে  বঙ্গ টেলিভিশনে নিউজ প্রকাশিত হওয়ার পর প্রতিবেদন দেখে নারী লোভী শাহীন  নিজের অপরাধ লুকাতে কতিপয় ভুয়া সাংবাদিক পলাশের সহযোগিতায় অপরাধ গোপন করতে একুশে নভেম্বর স্বপ্না পারভীনের নামে মিথ্যা অভিযোগ করেন।

ওই অভিযোগে শামীমা খানমের নামে মিথ্যা হয়রানি ও উস্কানিমূলক কথা লিখে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। ২২ নভেম্বর স্বপ্না পারভিন উপরোক্ত তিন ব্যক্তির নামে আবারো ও লিখিত অভিযোগ ও জীবনে নিরাপত্তা চেয়ে জিডি করেন টঙ্গী পূর্ব থানায়।

অভিযোগের আয়ু এ এস আই শামীম জানান, অপরাধী খুবই ধুরন্দর। তাকে শায়েস্তা করার জন্য আমরা আইনি প্রক্রিয়া ব্যবস্থা নিচ্ছি।

স্বপ্না পারভিন জানায়, ১১ বছর ধরে ধর্ষণ করে বিয়ের প্রলোভন দেখায়। অথচ এখন শাহিন সন্ত্রাসী নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। প্রশাসন নজর দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।