সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা,লুটপাটের ঘটনায় কুষ্টিয়ায় বামগণতান্ত্রিক জোটের সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:: কুষ্টিয়ায় বামগ ণতান্ত্রিক জোটের সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত সারাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা,লুটপাটের ঘটনায় কুষ্টিয়ায় বামগণতান্ত্রিক জোটের সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত কুষ্টিয়ায় বামগ ণতান্ত্রিক জোটের সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া শহরের মজমপুর গেটে বামগণতান্ত্রিক জোট কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫ টায় শহরের মজমপুর গেটে সাম্প্রতিক সময়ে সারাদেশে হামলা, লুটপাট বিশেষ করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশে যে অরাজকতার পরিস্থিতির তৈরী হয়েছে তার অবসানে এ সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সিপিবি কুষ্টিয়া জেলা কমিটির প্রবীণ নেতা কমরেড রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর নূরউদ্দীন, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক ম. হেলাল উদ্দীন এবং বাসদ জেলা কমিটির মোঃ শফিউদ্দীন। বক্তরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের বীর ছাত্ররা ধ্বংশ যষ্ণ কিংবা সংখ্যালঘুদের বাড়ীঘর লুট বা হামলার জন্য বিপ্লব করেন নাই। দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন প্রতিষ্ঠা ও একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য এই গণ অভ্যুত্থান হয়েছে। এই বিপ্লবের ফল যেন কোন সুবিধাবাদী গোষ্ঠি না নিয়ে যেতে পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক অবস্থানে থাকতে বলেছেন। একই সঙ্গে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেন হামলা বা লুটনা হয় সেজন্য দ্রæত সরকার গঠন পূর্বক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আহবান জানান। বক্তরা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে সিপিবি-বাসদ সব সময় আছেন এ কথা ব্যক্ত করেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাস্কর্স, মন্দির, যাদুঘর ও হিন্দু জনগোষ্ঠির বাড়ীঘরে হামলাকে একাত্তরের পরাজিত সম্প্রদায়িক গোষ্ঠির কাজ বলে দাবী করেন এবং দেশ যেন কোনভাবেই সাম্প্রদায়িক গোষ্ঠির হাতে না যায় সে বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।