শ্রীপুর মাওনা ইউনিয়নে একই রাতে ২ বাড়িতে চুরি!

সোহাগ রানা, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে একই রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি পাশের পাথারপাড়া এলাকা থেকে চোরের দল পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নভেম্বর গভীর রাতে শিরিশগুড়ি গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য আলী আকবরের বাড়িতে চোরেরা প্রবেশ করে ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। একই রাতে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাইসুলের বাড়িতেও চুরি সংঘটিত হয়। চোরেরা দরজার তালা কেটে নগদ টাকা, কাপড়-চোপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

এদিকে, মাওনা ইউনিয়নের পাথারপাড়া এলাকায় মৃত আব্দুল মালেকের ছেলে কাসেম আলীর গোয়ালঘর থেকে আনুমানিক রাত ৪টার দিকে পাঁচটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মধ্যে তিনটি গাভী ও দুটি ষাঁড় রয়েছে। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

চুরির এসব ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন,ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com