শ্রীপুরে শিক্ষক’কে হত্যার উদ্দেশ্যে বাসায় গুলি ..অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

রাকিবুল হাসান : শ্রীপুর, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার বিএনপি নেতা মাহমুদুল হাসান এর বসত বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে বরমী বাজার ঘুরে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়৷ এসময় মানববন্ধনে বক্তারা দ্রুততর সময়ের মধ্যে শিক্ষকের বাসায় দুর্বৃত্তদের হত্যার উদ্দেশ্যে করা গুলির প্রতিবাদ ও তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷

দুর্বৃত্তদের গুলিতে জানালার গ্লাস ছিদ্র হলেও কেউ আহত হয়নি। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করে, সেখান থেকে গুলির খোসা উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ। ০৫-অক্টোবর ২৪ইং মঙ্গলবার দিবাগত এ ঘটনা ঘটে।

পরে ০৯-অক্টোবর রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় সুস্থ তদন্তের মাধ্যমে সত্য ঊদ্ঘাটনের লক্ষ্যে একটি মানববন্ধন করা হয়েছে।

সৌজন্যে মানববন্ধন কর্মসূচি বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবকবৃন্দ। উক্ত মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন।স্যারের বাসায় মধ্যরাতে যারা গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ সময় উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। বরমী বাজার উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য হাদিউল ইসলাম বাবুল, কামরুজ্জামান, যাহাবুল দাতা সদস্য, মোঃ মিজানুর রহমান আকন্দ প্রধান শিক্ষক, আব্দুল বারী তারেক, সহকারী প্রধান শিক্ষক, আনোয়ার হোসেনসহ সকল সহকারী প্রধান শিক্ষকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।