শ্রীপুরে অনুমোদন ছাড়াই আইন অমান্য করে…. পৌরসভার বহুতল ভবন নির্মাণ….

রাকিবুল হাসান, শ্রীপুর, গাজীপুর : পৌরসভার বহুতল ভবন নির্মাণ আইন অমান্য করে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের এ ব্লক এলাকায় আড়াই গন্ডা জমির উপর বহুতল ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, পৌরসভার ৭নং ওয়ার্ডের কেওয়া মৌজার আড়াই গন্ডা জমির উপর পৌরসভার অনুমোদন ছাড়া ৫তলা বিশিষ্ট ভবন নির্মাণ করছে আঃ হালিম। পৌর কর্তৃপক্ষের কাছে বার বার ভবন নির্মাণের অভিযোগ করলেও এ ব্যাপারে পাত্তা দেয়নি কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আড়াই গন্ডা জায়গার উপর ৫ তলা ভবনের এক তলার ছাদ ঢালাই শেষ করা হয়। নির্মাণাধীন ইমারতটি ইব্রাহিম খলিলের সীমানা প্রাচীর বরাবর ভবনটি নির্মাণ করা হয়েছে।

তাদের সীমানা প্রাচীর থেকে কোন জায়গা ফাঁকা বা খালি রাখেনি। এখানে দুই পাশে সীমানা হতে ৩ ফুট জায়গা ছেড়ে ইমারত করতে হবে বলে জানান ইব্রাহিম খলিল। নয়তো ভবিষ্যতে ভবনটি ঝুকিপূর্ণ হবে। পৌরসভার অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা হচ্ছে যা সম্পূর্ণ বে-আইনী এবং ঝুঁকিপূর্ণ।এ ব্যাপারে জানতে সরেজমিনে গিয়ে ভবনের কাউকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।