শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া জেলা ট্রাক ট্র্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন দৌলতপুর সাব শাখার উদ্যোগে গতকাল রোববার দুপুর ১২ টার সময় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে রাস্তা অবরোধ করে রাখেন তারা। এই সময় দৌলতপুর সাব শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আকবার বলেন, দিনে দুপরে আমাদের শ্রমিক শাহ আলমের উপর হামলা হয়েছে। সেই হামলাকারীরা এখনো বহাল তবিয়তে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। কিন্তু দৌলতপুর থানায় মামলা হওয়ার পরও এখন পর্যন্ত পুলিশ কোন আসামী আটক করতে পারেন নাই। তাই আজ শ্রমিক ইউনিয়নের পক্ষ হতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছি। তিনি বলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদার সাথে যোগাযোগ করেও কোন লাভ হয়নি। এই সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গা শাখা শ্রমিক ইউনিয়নের শ্রমিককে গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকের ৪.৩০ মিনিটের সময় কুষ্টিয়া দৌলতপুর আঞ্চলিক সড়কের জয়রামপুর বাজারে দুর্বৃত্তরা হাত কুড়াল ও ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় জনতা শাহ আলমকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে শাহ আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শাহ আলম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের খাত্তাব মন্ডলের ছেলে।
এই ঘটনায় শাহ আলমের পিতা খাত্তাব মন্ডল বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা করেন। মামলা নং-০১, তারিখ: ০১/০১/২০২৫ ইং। আসামীরা হলেন ১. রিগান মোল্লা, পিতা: হাসান মোল্লা ২. রাকিব মোল্লা, পিতা: মসলেম মোল্লা ৩. সৈকত মোল্লা, পিতা: স্বপন মোল্লা ৪. মহির মোল্লা, পিতা: নিপলু মোল্লা সর্ব সাং জয়রামপুর।
এই বিষয় দৌলতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বিষয় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের আটক করার জন্য চেষ্টা চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।