অনলাইন ডেক্স: বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৫ শুরু হতে আর মাত্র এক দিন বাকি। লেখক, প্রকাশক ও আয়োজকরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল শনিবার বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বইমেলার উদ্বোধন করবেন।
প্রস্তুতির শেষ ধাপে প্রকাশক ও স্টল নির্মাতা
সময় যত এগোচ্ছে, বইমেলার স্টল নির্মাণ ও সাজসজ্জার কাজ ততই জোরদার হচ্ছে। শুক্রবার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরে দেখা গেছে, স্টল ও প্যাভিলিয়ন মালিকরা নিজেদের স্টল সাজাতে ব্যস্ত। কিছু স্টলের নির্মাণকাজ প্রায় সম্পন্ন হলেও কিছু স্টলের কাজ এখনো চলছে।
প্রকাশকরা জানিয়েছেন, মেলা শুরুর আগেই তারা স্টল তৈরির কাজ সম্পূর্ণ করতে পারবেন। ইত্যাদি প্রকাশনীর প্রকাশক জহিরুল আবেদীন জুয়েল বলেন, আমরা আমাদের প্যাভিলিয়ন প্রস্তুত করেছি, উদ্বোধনের আগেই সবকিছু সম্পন্ন হয়ে যাবে।
তবে, কিছু স্টলে এখনো কাঠের ফ্রেম তৈরি ও পেরেক ঠোকার কাজ চলতে দেখা গেছে। স্টল নির্মাণে নিয়োজিত আব্দুল হালিম জানান, কিছু স্টলের কাঠামো সম্পূর্ণ করতে আরও এক দিন লাগবে এবং মেলা পুরোদমে চালু হতে কমপক্ষে পাঁচ দিন সময় লাগবে।
এদিকে, মেলার জন্য বিভিন্ন প্রকাশনা সংস্থা বই নিয়ে আসতে শুরু করেছে। অনেক স্টলের সামনে পিকআপ ও ভ্যানে করে বই আনতে দেখা গেছে।
বইমেলায় যান চলাচলে শিথিলতা
বইমেলায় দর্শনার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পূর্বের যানবাহন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
ঢাবি প্রক্টরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশে কোনো বিধিনিষেধ থাকবে না। শৃঙ্খলা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ক্যাম্পাসের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিংয়ের অনুমতি দেবে।
এছাড়া, হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠকে বইমেলার জন্য পার্কিং গ্রাউন্ড হিসেবে উন্মুক্ত করা হয়েছে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে মেলায় অংশ নিতে পারেন।
সব মিলিয়ে, শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে বইমেলা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বইপ্রেমী ও প্রকাশকরা।
তথ্যসূত্র: বাসস