শেরপুরে মাইক্রোবাস ভর্তি ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৩

শেরপুর প্রতিনিধি : জেলার ঝিনাইগাতী উপজেলাতে চোরাই পথে আসা হায়েস মাইক্রোবাস ভর্তি ভারতীয় পণ্যসহ এক নারী পাচারকারীসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। ৩ মার্চ সোমবার সকালে উপজেলা সদর বাজারের থানামোড় এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে ঢাকা জেলার বক্তারপুর এলাকার আবুল হোসেনের ছেলে মায়ারুল ইসলাম (৩৫), তার স্ত্রী পোড়াবাড়ি এলাকার সুরুজ মিঞার মেয়ে সুমি আক্তার মৌসুমি (২৫) ও হাইস গাড়ির চালক নড়াইল জেলার লোহাগড়া থানার নাওয়া গ্রামের মৃত সৈয়দ রওশানের ছেলে সৈয়দ মাহমুদ রিয়াদ সাগর (৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১ টার দিকে একটি সাদা রঙের হাইস মাইক্রোবাসে করে চোরাই পথে আসা ভারতীয় পণ্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল ওয়াহাবের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল সদর বাজারের থানামোড়ে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মূল্যমান শাড়ি কাপড়, ফেইসওয়াস ও স্যান্ডেল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

জানা গেছে, আটককৃত নারীসহ ২ চোরাকারবারি সিন্ডিকেট সদস্য ও বেদে সম্প্রদায়ের লোক। উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীতে তাদের আত্মীয়স্বজন রয়েছে। এ সুবাদে দীর্ঘদিন থেকে বেদে পল্লী থেকে তারা চোরাচালানির ব্যবসা পরিচালনা করে আসছিল।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *