শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুর সদর থেকে মোঃ শহিদুল্লাহ : শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা যথাযথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভা সূচনায় বিগত কল্যাণ সভায় গৃহীত নীতিগত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরবর্তীতে চলতি মাসে দাখিলকৃত আবেদন ও উপস্থাপিত বিষয়াবলীর ভিত্তিতে পুলিশ সদস্যদের কল্যাণ-সংক্রান্ত সমস্যা, আর্থিক সহায়তা, চিকিৎসাসহ জরুরি বিষয়গুলো নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত সিদ্ধান্ত গৃহীত হয়।

বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে সম্মুখীন সুবিধা–অসুবিধা, কর্মপরিবেশ, আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে মতামত উপস্থাপন করেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে গঠনমূলক নীতি অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, বিট পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করা এবং অপরাধ দমন ব্যবস্থাকে আরও কার্যকর করার নির্দেশ প্রদান করেন। তিনি সকল সদস্যকে আইন ও বিধিবিধান অনুসরণ, পেশাগত নৈতিকতা বজায় রাখা এবং জনমুখী সেবাদানে সতর্ক ও মনোযোগী থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ইউনিটসহ বিভিন্ন শাখায় কর্মরত পুলিশ সদস্য এবং সিভিল স্টাফবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com