জেসমিন জাহান দীপ্তি : খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের আয়োজনে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত “খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট–২০২৫”-এর ফাইনাল খেলায় শেরপুর জেলা দল ১–০ গোলে বগুড়া জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
৮ নভেম্বর, শনিবার বিকেলে অনুষ্ঠিত রোমাঞ্চকর এ ফাইনাল ম্যাচে খেলার শুরুতেই শেরপুর দলের খেলোয়াড় জুয়েলের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয়। পুরো ম্যাচ জুড়ে শেরপুরের খেলোয়াড়দের আক্রমনাত্মক খেলা দর্শকদের মুগ্ধ করলেও বগুড়া দল সমতা ফেরাতে ব্যর্থ হয়।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব নাসির-উদ-দৌলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাবা রাজিয়া সামাদ ডালিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা বিএনপির সদস্য সচিব জনাব মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ও বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হযরত আলী, জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ইসলামীর মনোনিত দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, টুর্ণামেন্ট আহ্বায়ক খন্দকার আব্দুল হামিদ ও সদস্য সচিব সৈয়দ রেজাউল করিম মনি প্রমুখ।
ফাইনাল খেলায় শেরপুর দলের ইমরান “ম্যান অব দ্য ম্যাচ”, জুয়েল “ম্যান অব দ্য টুর্ণামেন্ট” এবং রাহুল “সেরা গোলকিপার” নির্বাচিত হন।
দীর্ঘদিন পর শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম অর্ধলক্ষাধিক দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে জমে ওঠে ফাইনাল ম্যাচটি।
আয়োজক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ, ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি ও যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করাই এ টুর্ণামেন্ট আয়োজন করাই ছিল মূল উদ্দেশ্যে।
নকআউট পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতায় শেরপুর, বগুড়া, নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা দলসহ মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা সর্ব মোট ৮টি দল অংশ নেয়।