শেরপুরে আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভমিছিল ও সমাবেশ

জেলা প্রতিনিধি: শেরপুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত  সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভমিসিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের থানামোড় ওই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। এসময় তিনি বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকার বিগত ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করে

গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যূনতম চিকিৎসা সেবাটুকুও দেয়া হয়নি। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে।

কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামিসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। তার মুক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত। তিনি আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় জামায়াতে ইসলামী সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন।

জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে এতে আরও বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

সমাবেশ শেষে দলীয় নেতা-কর্মীরা শহরের থানা মোড় থেকে এক বিশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে গিয়ে শেষ হয়।উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *