শেরপুর থেকে জেসমিন জাহান দীপ্তি : শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৭ নভেম্বর সোমবার রাতে নালিতাবাড়ী-নাকুগাও সড়কের শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে শেরপুর শহরের দক্ষিণ নৌহাটা এলাকার আজাহার আলীর ছেলে জাহিদ হাসান এবং আব্দুল আজিজের ছেলে নীরব মিয়া ইউসুফ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা কমিউনিটি ক্লিনিকের সামনে পুলিশের টহল দল অবস্থান নিয়ে একটি অটোরিকশায় তল্লাশি চালায়। ওই সময় ৩ বস্তায় রাখা মোট ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে অটোরিকশাটিসহ দুইজনকে আটক করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা জানান, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।