অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। ভারত থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের কাছে পাঠানো চিঠির উত্তর এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন, “গতকাল (সোমবার) দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো জবাব পাইনি। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক উত্তর পেলেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল কূটনৈতিক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও, এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
রফিকুল আলম জানান, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, “এ ধরনের চিঠির উত্তর পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে, একটি যৌক্তিক সময়ের মধ্যে জবাব না পেলে আবার তাগিদপত্র পাঠানো হবে।”
তিনি আরও বলেন, “এটি স্পর্শকাতর বিষয়। দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত আসবে। আমরা কোনো ধরনের জল্পনা করতে চাই না।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের মর্যাদা নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও সচিব অতীতে বক্তব্য দিয়েছেন। আমার পক্ষ থেকে নতুন করে কিছু বলার নেই।”