শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আইনি প্রক্রিয়া শুরু করবে সরকার

অনলাইন ডেক্স: ভারতের সঙ্গে হওয়া প্রত্যর্পণ চুক্তির আওতায় কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চাই। জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যার নির্দেশদাতা তিনি। তার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের বিষয়েও জবাবদিহি করতে হবে।”

তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে আমাদের একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণ চাওয়া হবে।”

নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত
নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, “শিক্ষা উপদেষ্টা বলেছেন, আগামী বছর নির্বাচন হতে পারে। তবে এটি তার ব্যক্তিগত মত। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনবিষয়ক কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।”

ঘোষণা কবে আসবে জানতে চাইলে তিনি বলেন, “যখনই ঘোষণা আসবে, গণমাধ্যমের মাধ্যমে সবার আগে তা জানানো হবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।