অনলাইন ডেক্স: গত বছরের জুলাই-আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেক সুলিভান বলেন, “বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। এই ধারণা সম্পূর্ণ হাস্যকর।” তিনি আরও উল্লেখ করেন, ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও এ বিষয়ে একমত যে, বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না।
ভারত সফর ও দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব
সম্প্রতি ভারত সফর শেষে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে বাইডেন প্রশাসনের বড় একটি সাফল্য হিসেবে বর্ণনা করেন সুলিভান। হিন্দুস্তান টাইমস তাকে জিজ্ঞাসা করে, বিভিন্ন বিতর্কিত প্রসঙ্গ যেমন—শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পন্নুর হত্যার ষড়যন্ত্র, শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ এবং বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে জল্পনার বিষয়ে তার মতামত কী।
জবাবে সুলিভান বলেন, “আমি এই ধরনের ধারণাগুলো বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করি। বিশেষ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”
হোয়াইট হাউসের পূর্ববর্তী মন্তব্য
এর আগে গত বছরের আগস্টে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, “শেখ হাসিনার সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না। এ বিষয়ে কোনো গুজব বা প্রতিবেদনের কথা যদি শোনা যায়, তা নিছক ভিত্তিহীন ও মিথ্যা।”
জেক সুলিভানের এই বক্তব্য পুনরায় নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র শেখ হাসিনার সরকারের পতন বা বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিবর্তনে হস্তক্ষেপ করেনি।