শিক্ষাঙ্গনে বলপ্রয়োগ ও অপমান নিষিদ্ধ: শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষাঙ্গনে বলপ্রয়োগ বা কাউকে ব্যক্তিগতভাবে অপমান করা সম্পূর্ণ অনুচিত। কোনো অপরাধ ঘটলেও নিয়ম অনুযায়ী যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও জানান, নতুন শিক্ষানীতি প্রণয়নে আরও সময় প্রয়োজন। পর্যাপ্ত সময় থাকলে শিক্ষাক্রম পুরোপুরি পুনর্গঠন করে নতুন পাঠ্যবই প্রকাশ করা যেত, তবে বর্তমান সময়ের সীমাবদ্ধতার কারণে আগামী বছরের পাঠ্যবইয়ের মলাটে কিছু পরিবর্তন আসতে পারে।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে হবে, যাতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সবচেয়ে দুর্বল অংশ হলো মাধ্যমিক শিক্ষা। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সরকারি হলেও, মাধ্যমিক পর্যায়ে ব্যাপক অনিয়ম ও অবহেলা রয়েছে, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।