শিক্ষাই পারে সমাজ ও ব্যাক্তিকে অন্ধকার থেকে আলোর মুখ দেখাতে: শিহাব উদ্দিন

অনলাইন ডেক্স: অনলা্ব্যক্তি, সমাজ, দেশকে উন্নয়ন করতে হলে শিক্ষার পরিবেশ তৈরী করতে হবে। শিক্ষাই পারে সমাজ ও ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর মুখ দেখাতে। আর সেই শিক্ষা হতে হবে আল্লাহর উদ্দেশ্যে নবীর আদর্শগত শিক্ষা। যার মধ্যে মানবতার মুক্তির সকল নিয়ম-কানুন রয়েছে। এমনটিই মন্তব্য করেছেন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. শিহাব উদ্দিন।

গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে ‘পিয়ারপুর মডেল মাদ্রাসা (এবতেদায়ী)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসবি সুপার ডিলাক্সের সত্বাধিকারী আলহাজ্ব মো. শিহাব উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দিক। এছাড়াও অনুষ্ঠানে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান সাদিক।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. শিহাব উদ্দিন আরো বলেন- এটা শুধু একটা মাদ্রাসা নয়, একটা ছোট সূর্য। এখান থেকে আলো বের হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতার মাধ্যমে অবদান রাখছে। আমি আশা করি, আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থীরাও তাদের দক্ষতার মাধ্যমে অবদান রাখবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *