শিক্ষকদের নামে মিথ্যা হয়রানি মূলক অভিযোগ ও জিডি করে দুর্নীতিবাজ অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের লাগাম ধরবে কে?

নিজস্ব প্রতিনিধি: গত আটই সেপ্টেম্বর বহিরাগত ছাত্র সাজিয়ে সাংবাদিক এনে মিথ্যা মানববন্ধন করে দুর্নীতিবাজ অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের পদত্যাগ প্রত্যাহার করে মানববন্ধন করতে চাইলে, কতিপয় সাংবাদিক পরিচয়ে রাজীব এর নেতৃত্ব দিলে ,ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা এসে রাজীবের কাছ থেকে মুসলেকা নেন যাতে ভবিষ্যতে এ ধরনের আর অনৈতিক কাজ করতে না পারেন।

এরি ধারাবাহিকতায় গত ১০ই সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত জিডি করেন সাংবাদিক পরিচয়ে রাজীব। ওই জিডিতে উল্লেখ করেন , ১৩ জন শিক্ষক সাংবাদিক রাজীবকে মেরে পিটিয়ে জন ধোলাই দিয়েছেন।

স্কুলের শিক্ষক সুরুজ্জামান জানান, নানা দুর্নীতি অনিয়ম ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা পেলে 19 শে আগস্ট প্রধান শিক্ষক  পদত্যাগ করেন। পদত্যাগের পর মিথ্যা মানববন্ধন করে অধ্যক্ষ ওয়াদুদুর রহমানকে পূর্ণ পদে বহাল রাখার জন্য সাংবাদিক পরিচয়ে রাজিব নানা অনিয়ম ও দুর্নীতি করেন।যা বঙ্গ টিভির প্রথম পর্বে প্রকাশিত হয়েছে। পুনরায় শিক্ষকদের নামে মিথ্যা জিডি করে আবারো প্রাণনাশের হুমকি দিচ্ছে রাজীবগং।

শিক্ষক আবু বক্কর জানান ,সাংবাদিক পরিচয়ে রাজীবের লাগাম ধরবে কে। এই জঘন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সকলে। শিক্ষক আশরাফুল জানান, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা হচ্ছে কোন প্রকার সমস্যা হচ্ছে না এখানে।

সকলের একটাই দাবি শিক্ষকগণ, শিক্ষার্থী, অভিভাবকগণের পক্ষ থেকে নিয়মের মধ্যে থেকে উক্ত পদে অধ্যক্ষ হিসেবে যোগ্য প্রার্থীকে পদে নিয়ে আসলে ফিরে আসবে স্কুলের স্বাভাবিক পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *