আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা এনজিও নেটওয়ার্ক (জিএনএন) সক্রিয় সদস্য জন-জীবন উন্নয়ন ফাউন্ডেশন (জেজেইউএফ)—এর উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার সনাতনী হিন্দু সম্প্রদায়ের দরিদ্র ও অতি দরিদ্র নারীদের মধ্যে শাড়ি ও ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) সংস্থার নিজস্ব উদ্যোগে ৫০টি পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী প্রধান জনাব আমিনুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ছিন্নমূল মহিলা সমিতি ও জিএনএন-এর যুগ্ম আহ্বায়ক জনাব মুর্শিদূর রহমান খান, রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রধান নির্বাহী ও জেজেইউএফের যুগ্ন আহবায়ক জনাব মোঃ আছাদুল ইসলাম,
সুন্দরগঞ্জ শিশু উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শাফিউল ইসলাম ভূঁইয়া,দুঃস্থ জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাকিউল ইসলাম ,
জেজেইউএফ প্রোগ্রাম হেড জনাব বিল্টু রহমান,জেজেইউএফ-এর এইচআর আশিকুর রহমানসহ বিভিন্ন সংস্থার দায়িত্বশীল প্রতিনিধিরা।
উপহার সামগ্রী পেয়ে দরিদ্র সনাতনী ধর্মের নারীরা খুবই আনন্দিত হন এবং সংস্থাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।