ইউএনবি নিউজ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির পরিপ্রেক্ষিতে প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে দলটির প্রতীক। তবে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসির এ সিদ্ধান্তে সন্তুষ্ট নয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক এক সেমিনারে এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।
নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “নির্বাচন কমিশন নতুন গেজেটে আমাদেরকে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে। কমিশন এটি কিসের ভিত্তিতে নির্ধারণ করেছে, তা আমাদের বোধগম্য নয়। তবে ‘শাপলা’ প্রশ্নে আমরা আপসহীন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সমনে রেখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপিকে তফসিলে থাকা ৫০টি প্রতীকের মধ্যে থেকে মার্কা বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি।

সংবাদ সম্মেলনে কথা বলেন এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। ছবি: সংগৃহীত
নির্ধারিত সময়ে প্রতীক বেছে না নিয়ে বিধি সংশোধন করে শাপলা প্রতীকের দাবি তোলে এনসিপি। কিন্তু ইসির পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছিল, তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। এর মধ্যে এনসিপি নেতারা হুঁশিয়ারি দেন, তারা ‘শাপলা’ প্রতীকেই ভোট করবেন এবং এই প্রতীক না পেলে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবেন।
সারজিসসহ এনসিপি নেতাদের এমন অনড় অবস্থান এবং রাজপথে নামার হুঁশিয়ারির মধ্যে আজ বৃহস্পতিবার প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “আমরা কোনো অবস্থাতেই ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণ করব না। কমিশনকে শাপলা সম্পৃক্ত করে নতুন গেজেট দিতে হবে। আমরা শান্তিতে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। অন্যথায়, কমিশন কার্যালয়ে গণতান্ত্রিক আন্দোলন করে, তা আদায় করে নেব।’
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন অভিযোগ করে বলেন, “কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদের ‘শাপলা কলি’ দিয়ে গেজেট দিয়েছে ইসি। তারা বুঝিয়েছে, আমরা বাচ্চাদের দল। যেমনটি বড় দলগুলো আমাদের মূল্যায়ন করে থাকে। এটি এক ধরনের বৈষম্য।”
সভাপতির বক্তব্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন জমিদারের আচরণ করছে, এটি অগ্রহণযোগ্য। ‘শাপলা’ই হবে এনসিপির প্রতীক। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করতে হবে। জুলাই সনদের অবস্থানের কারণে প্রমাণিত হয় আগামীতে এনসিপি রাষ্ট্র ক্ষমতায় যাবে।”