বাসস: এবারের ঈদে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ, র্যাব, ট্রাফিক বিভাগ, হাইওয়ে ও রেলওয়ে পুলিশসহ প্রশাসনের সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন সিলেট বিএনপি।
আজ শনিবার দুপুরে সিলেট নগরীতে একটি হোটেলের হলরুমে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়কালে বিএনপি নেতৃবৃন্দ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএনপি নেতারা বলেন, ‘রমজান মাসে সিলেট জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়নসহ মহানগরীর প্রতিটি থানা, ওয়ার্ড পর্যায়ে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ আরও গভীর হয়েছে।’
সাংবাদিকদের নেতৃবৃন্দ বলেন, বিএনপি একটি আদর্শ ভিত্তিক দল। দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
‘সাংবাদিকরা জাতির বিবেক’ উল্লেখ করে বিএনপি নেতৃবৃন্দ কারও ব্যক্তিগত কর্মকাণ্ডকে পুরো দলের ওপর চাপিয়ে না দিয়ে ন্যায়বিচারের ভিত্তিতে সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান । বিএনপি সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বলেও উল্লেখ করেন তারা।
তারা জানান, রমজান মাসে চা-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। গত বছর গণ-আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সিলেট বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।