শাজাহানপুরে বিএনপি নেতাদেরকবর জিয়ারত করলেন সাবেকএমপি লালু

আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া)। । বুধবার বগুড়ার শাহজাহানপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের কবর জিয়ারত উপলক্ষে দোয়া মোনাজাত করেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। 

মরহুম বিএনপি নেতা-কর্মীদের মধ্যে শাজাহানপুর আড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম তসলিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খরনা ইউনিয়নের চন্ডিবর গ্রামের বাবলু মন্ডল এর মাতা মরহুমা বেলি বেগম, আমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আতাহার আলী, আমরুল ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মরহুম তোজাম্মেল হোসেন ও আমরুল ইউনিয়নের পলিপলাশ গ্রামের বিএনপির কর্মী মোস্তফা আলম এর মেয়ে মরহুম সাদিয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, বর্তমান সহ সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, সদস্য শফিকুল ইসলাম শফিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপির নেতা উজ্জ্বল হোসেন, শফিকুল ইসলাম, মহসিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সংগঠনের সম্পাদক শহিদুল ইসলাম, মরহুম পরিবারের সদস্য আব্দুর রশিদ, বেলাল হোসেন, সহ স্থানীয় মুসল্লীগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।