শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক পূর্ণাঙ্গরূপে চালুর দাবি

কুষ্টিয়া অফিস: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক দ্রুত পূর্ণাঙ্গরূপে চালুর দাবি জানিয়েছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ (কেপিএনওএসপি)। বৃহস্পতিবার দুপুরে কেপিএনওএসপি’র আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু ও সদস্য সচিব কে এম জাহিদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুষ্টিয়া পৌর নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি উত্থাপন করেন।

পৌর নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমান জানান, পার্কের অবকাঠামোগত উন্নয়নের জন্য ইতোমধ্যে প্রকল্প পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে। এ সময় অ্যাড. অপু বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক অবহেলিত ছিল। শিশুদের বিনোদনের জন্য এই পার্কটি দ্রুত উপযোগী করে পূর্ণাঙ্গরূপে চালু করতে হবে।”

এর আগে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে স্থাপিত অভিযোগ বক্স খোলা হয়, যেখানে চারটি অভিযোগ জমা পড়ে। সে সময় কুষ্টিয়া কোর্টের পিপি খন্দকার সিরাজুল ইসলামসহ কেপিএনওএসপি’র সদস্য জাহাঙ্গীর হাফিজ লালু, আজমত আলী খান মনি, শাহারিয়া ইমন রুবেল, এস এম আতাউর গনি উসমান, আবু মনি সাকলায়েন এলিন, সাইদুর রহমান রুবেল, মিঠুন আলী, আব্বাস হোসেন, প্রকৌশলী মাহমুদ আল হাফিজ অভি, সানজান ইসলাম প্রেম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com