শহীদ মজিবর রহমান ক্লাব ও তরুণ পাঠাগারের কমিটি গঠন

সভাপতি জিল­ুর রহমান \ সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রিজু : কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মজিবর রহমান ক্লাব ও তরুণ পাঠাগারের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এক আলোচনা সভার মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে জিল­ুর রহমানকে সভাপতি ও হাসিবুর রহমান রিজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে পূর্ণাজ্ঞ কমিটি গঠন করা হবে বলে আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। উলে­খ্য, ১৯৬৯ সালে হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে শহীদ মজিবর রহমান ক্লাব ও তরুণ ক্লাবটি স্থাপিত হয়। পরবর্তীতে অত্র ক্লাবটি হাটশ হরিপুর ইউনিয়নে ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক ভূমিকা পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *