শনির আখড়ায় জানালা দিয়ে আসা গুলিতে আহত বাবা-ছেলে, রাস্তায় গুলিবিদ্ধ ৪ জন

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া ও দনিয়ায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা-ছেলেসহ ছয়জন। ধারণা করা হচ্ছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় তারা গুলিবিদ্ধ হন।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলিবিদ্ধ হন তারা। এরপর তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।গুলিবিদ্ধরা হলেন- বাবু মিয়া (৫০) ও তার ছেলে রোহিত মিয়া (২), মো. ফয়সাল (১৮), মনিরুল ইসলাম (২০), পিয়াস (১৭) ও মো. সোহাগ মিয়া (২৭)। এদের মধ্যে ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।ফয়সালকে ঢামেকে নিয়ে আসা তানজিল জানান, আমরা চারজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ ফয়সালসহ চারজন গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। ফয়সালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধ বাবা-ছেলেকে ঢামেকে নিয়ে আসা লিপি আক্তার জানান, শনির আখড়া বর্ণমালা স্কুলের পাশের এক বাসার নিচতলায় বসা ছিলেন তারা। সেসময় জানালা দিয়ে গুলি এসে তার ছেলে ও স্বামী গুলিবিদ্ধ হন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শনির আখড়া ও দনিয়া এলাকা থেকে ছয়জন গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।