লূৎফুজ্জামান বাবর মুক্তি না হলে জেলা প্রশাসক ঘেরা ও করা হবে ড.রফিকুল ইসলাম হিলালী

মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কৃতি সন্তান, ভাটি বাংলার সিংহ পুরুষ, মদনের কৃতি সন্তান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১২ডিসেম্বর) বুধবার দুপুরে নেত্রকোনা জেলা জাতীয় শহীদ মিনারে জেলা বিএনপির উদ্যোগে নেত্রকোনা জেলার কৃতি সন্তান, ভাটি বাংলার সিংহ পুরুষ, মদনের কৃতি সন্তান, মদন মোহনগন্জ খালিয়াজুড়ি উপজেলার গন মানুষের নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব,কেন্দুয়া আটপাড়া উপজেলার বিএনপির নমিনি, গন মানুষের নেতা ডক্টর রফিকুল ইসলাম হিলালী। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, সাবেক জেলা বিএনপির সভাপতি  এডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান।
উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার ১০টি উপজেলার সভাপতি / সম্পাদক, বিভিন্ন পৌর বিএনপির সভাপতি / সম্পাদক সহ বিভিন্ন সকল উপজেলা বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপির সমাবেশের হাজার হাজার নেতা কর্মী মিছিলে মিছিলে উপস্থিত হয়ে লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি জানান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন – লুৎফুজ্জামান বাবর মুক্তি না হলে জেলা প্রশাসক ঘেরাও করা হবে, তাও না হলে ঢাকা লং মার্চ করা হবে। আমি আশা করি  অতি দ্রুত বাবর ভাই আমাদের মাঝে ফিরে আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।