নাটোর লালপুর থেকে ইউসুফ হুসাইন: নাটোরের লালপুরের আজিমনগর স্টেশন এলাকায় ভাঙা রেললাইনে বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল করেছে। ভাঙা রেললাইনের ওপরে বস্তা গুঁজে ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্মীরা। ( ২৫ আগস্ট) রাত সাড়ে ১১ দিকে রেলস্টেশনের মহিষাখোলা রেলব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, স্থানীয়রা রেললাইনে ভাঙা দেখতে পেলে ঘটনাটি স্টেশন মাস্টারকে জানানো হয়। এ সময় ২০ মিনিট একটি মালগাড়ি আটকা পড়ে। পরে রেলকর্মীরা ট্রেন চলাচলের জন্য ভাঙা অংশে বস্তা গুঁজে দেন। পরে রেল কর্তৃপক্ষের নির্দেশনায় রাজশাহীগামী ট্রেনগুলো সর্বোচ্চ ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে চলাচল করছে। এব্যাপারে.বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, পাকশী .লিয়াকত শরীফ খানের মুঠো ফোনে বলেন আপনি যদি দূর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েন আপনার কাছে কি ডাক্তার আসবে নাকি আপনাকে ডাক্তারের কাছে দৌড়াতে হবে আগেই আগেই নেগেটিভ সাইড নিউজ কাভারেজ দেন আপনারা বস্তা গুজে ট্রেন চলছে কোন দিন সমস্যা হয়েছে সমাধান হবে | তবে আজিমনগর রেলস্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, রাতে ভেঙ্গে যাওয়া রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে।