ইউসুফ হোসাইন লালপুর,নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে একযুগ আগেও চাষ হয়েছে পুষ্টিগুণে ভরপুর ছোলা কিন্তু বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই চাষএক যুগ পরে আবারো বিনা গবেশনা কার্যক্রম শক্তিশালী করন প্রকল্পের আওতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিলুপ্তী প্রায় পুষ্টিগুনে ভরপুর ছোলার ফিরিয়ে আনাতে নাটোরের লালপুরে শুরু হয়েছে বিনা জাতের ছোলার চাষ | উচু ও কম বৃষ্টি পাতের এলাকা হওয়ায় লালপুরে বিনা উদ্ভাদিত উচ্চ ফলনশীল ৮ জাত ছোলার চাষ সম্ভাবনার হাতছানী দিচ্ছে | অনুকুল আবহাওয়া ও রোগ বালী কম হওয়াই লালপুর ছোলার চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় জানান এবছরে লালপুরে এক হেক্টর জমিতে ছোলার আবাদ হয়েছে এর মধ্যে বিনা ছোলা ৮ যেটা সেটা একটু বেশি পরিমান হয়েছে | আমাদের লালপুর উষ্ণ অঞ্চল খোরা পবন অঞ্চল এবং খড়া পবন অঞ্চলে কিন্তু ছোলা ফসলটা বেশি হয় | কিন্তু এটাই আমার আন্দানের সাথে জানাতে চায় যে মাঝখানে যে ছোলার আবাদ এটা প্রায় শূন্যের কোঠাই চলে এসেছিল এখন বর্তমানে আমরা কৃষি সহকারী কর্মকর্তা দের মাধ্যমে লালপুরের বিভান্ন অঞ্চলে ছোলার যে চাষ কারে লাভবান হওয়া যায় সে বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে | কৃষি বিভাগের তথ্য বলছে এ বছর লালায় উপজেলায় এক হেক্টর জমিতে বিনা উদভাদীত উচ্চ ফলল শীল আর্ট জাত ছোলার চাষ হয়েছে | এর আগে ২০১২/২০১৩ অর্থ বছরে লালপুরে ১৫ হেক্কর জমিতে ছোলার চাষ হয়েছিল | এর পরে আয় চাষ হয়নী | অপরদিকে সর্ব পুষ্টি মান ছোলায় আমিষের পরিমাণ অনেক বেশি, জাত ভেদে প্রায় শতকরা ২০-২৫ ভাগ। এর পুষ্টিগুন নানাবিধ। প্রতি ১০০ গ্রাম ডালে আছে খনিজ পদার্থ-২.৭ গ্রাম, আঁশ-১.২ গ্রাম, খাদ্যশক্তি ৩৭২ কলিক্যালোরি, আমিষ-২০.৮ গ্রাম, ক্যালসিয়াম-৫৬ মিলিগ্রাম, লৌহ-৯.৮ মিলিগ্রাম। এছাড়া সামান্য পরিমাণ ক্যারোটিন, ভিটামিন বি-২ ও শর্করা থাকে।