লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিকদের মহার্ঘ ভাতাসহ বিভিন্ন দাবিতে ফটক সভা অনুষ্ঠিত

ইউসুফ হুসাইন নাটোর প্রতিনিধি ,,,,,,,
”দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, বৈষম্যমুক্ত সময় অধিকার” প্রতিপাদ্য নিয়ে নাটোর লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার চুক্তিভিত্তিক জনবলদের মহার্ঘ ভাতা ঘোষণার দাবিতে ফটক সভা করেছেন শ্রমিক ও কর্মচারীরা। মঙ্গলবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের
সামনে এই সভা হয়। শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মনিরুল ইসলাম অমল,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন,সাবেক সাধারণ সম্পাদক আঃ মমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,হিসাব শাখার ক্যাশিয়ার আ: আলিম,শ্রমিক কুদরত আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন,সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার ৫ ভাগ প্রে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রতি মাসে শ্রমিক ও
দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে। এছাড়া বক্তারা আরো বিভিন্ন দাবি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *