ইউসুফ হুসাইন নাটোর প্রতিনিধি ,,,,,,,
”দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, বৈষম্যমুক্ত সময় অধিকার” প্রতিপাদ্য নিয়ে নাটোর লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার চুক্তিভিত্তিক জনবলদের মহার্ঘ ভাতা ঘোষণার দাবিতে ফটক সভা করেছেন শ্রমিক ও কর্মচারীরা। মঙ্গলবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের
সামনে এই সভা হয়। শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মনিরুল ইসলাম অমল,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন,সাবেক সাধারণ সম্পাদক আঃ মমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,হিসাব শাখার ক্যাশিয়ার আ: আলিম,শ্রমিক কুদরত আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন,সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনার ৫ ভাগ প্রে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রতি মাসে শ্রমিক ও
দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে। এছাড়া বক্তারা আরো বিভিন্ন দাবি তুলে ধরেন।