লালপুর,নাটোর প্রতিনিধি : জুলাই যোদ্ধা পরিচয়ে নাটোরের লালপুরে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়কে অশ্লীল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই সংবাদকর্মী। জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মঞ্জুর ও একই উপজেলার আব্দুলপুর গ্রামের জাবেদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমানকে অভিযুক্ত করে থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। লালপুরের এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল হৃদয় জানান ,জুলাই যোদ্ধা পরিচয়ে স্থানীয় এক ব্যক্তি অধিপত্য বিস্তার করে বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। একই পরিচয়ে ওই ব্যক্তি চুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকায় বিচার সালিশের মত কাজ করে চলেছেন। এ ধরনের অপতৎপরতা বন্ধ করার পরামর্শ সংক্রান্ত কারো নাম উল্লেখ না করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়