ইউসুফ হুসাইন লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও নাটোর জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন (পিবিজিএমআই) স্কীমের আওতায় উপজেলা পর্যায়ের ২০২২-২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা। এসময় অতিথির বক্তব্যে রাখেন, আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মেসবাহুল আলম, নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুস্তম আলী হেলালি, সহকারী জেলা শিক্ষা অফিসার সুভাষ কুমার মন্ডল, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, মাজার শরীফ কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, গৌরিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আলী জিন্নাহ, গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম রানা, কৃতি শিক্ষার্থী আতিকুর রহমান, নুশরাত, মুক্তাতি আল পল্লব, অভিভাবক শাবান আলী প্রমুখ।
এসময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বলেন, পড়াশোনার কোন বিকল্প নেই, শ্রেষ্ঠ হতে হলে পড়তে হবে, এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, ফেসবুক ও সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে বইকে সঙ্গী বানাতে হবে। এবং বক্তারা অভিভাবক মায়েদের উদ্দেশ্যে বলেন, মায়েদের হাতে যাদু আছে, তারা স্বপ্নের মানুষ বানাতে পারে l