লাইলী ও কুলসুমের অসামাজিক কর্মকান্ড বন্ধ করবে কে?

নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মহানগর টঙ্গীতে স্বপ্না নং ওয়ার্ড ব্যাংক মাঠ-কো অপারেটিভ বস্তিতে লাইলীর নিয়ন্ত্রণে চলছে নানা অসামাজিক কর্মকান্ড। দেখবে কে।

বর্তমানে ছাত্র ও বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ যখন নানা বৈষম্যে টালমাটাল ঠিক ওই সময়ে আশেপাশের সকল আবাসিক হোটেল গুলো বন্ধ থাকলেও থেমে নেই লাইলির অনৈতিক অসামাজিক কর্মকাণ্ড।  অনুসন্ধানের দেখা যায় লাইলির সাথে শেফালী ও নানা অসামাজিক কর্মকান্ড ,মদ, গাঁজা ,ফেন্সি সহ  অসামাজিক কর্মকাণ্ড করছে বিভিন্ন পুরুষ দিয়ে দিনে ও রাতে তথ্য অনুসন্ধানে সাংবাদিকরা তথ্য চাইলে, তিনি বলেন, এখন ছাত্রদের অত্যাচারে আমরা কোন কাজ করতে পারছি না, আপনারা ১৫ দিন থেকে এক মাস পরে এসে তথ্য নিয়ে যান।

বর্তমানে যুবসমাজ ধ্বংসের হাতিয়ার লাইলি ও কুলসুমের এই সকল কর্মকাণ্ড বন্ধের দাবি এলাকাবাসী – প্রশাসন নজর দিন।।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।