মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী প্রতিনিধি): লটারির মাধ্যমে নীলফামারী পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়জন ডিলার নির্বাচন করা হয়েছে। খোলা বাজারে (ওএমএস) এর মাধ্যমে খাদ্যশস্য বিক্রি করবেন নির্বাচিতরা।
২ জুলাই (বুধবার) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র, পৌর প্রশাসক সাইদুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, জজ কোর্টের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, বিজ্ঞ জিপি মোহাম্মদ আবু সোয়েম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক মেহেদী হাসান আশিক, জেলা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক নুর আলম, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এবং পৌর এলাকার অংশগ্রহণকারী নয়টি ওয়ার্ডের আবেদনকারী সকলের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। লটারি পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদ জহরুল আলম জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে।
নির্বাচিতরা হলেন আনিসুর রহমান (১নং ওয়ার্ড), মাহাদিয়া আমিন (২নং ওয়ার্ড), শাফিউল ইসলাম সাগর(৩নং ওয়ার্ড), আবু তাহের(৪নং ওয়ার্ড), পায়েলুজ্জামান রকসি(৫নং ওয়ার্ড), ময়নুল ইসলাম(৬নং ওয়ার্ড), আসাজাদ দৌলা ডলার(৭নং ওয়ার্ড), রুহিত রহমান রুদ্র(৮নং ওয়ার্ড) ও শাকিল আহমেদ(৯নং ওয়ার্ড। নয়টি ওয়ার্ডে নয়জন ডিলারের জন্য ১৭০জন আবেদন করেন। যাচাই বাছাই শেষে ১০৭জনকে বৈধ ঘোষণা করা হয়।