জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সমর্থনে এক বর্ণাঢ্য র্যালি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অদ্য বিকেল ৫:৩০ ঘটিকায় আয়োজিত র্যালিটি রায়পুর বাজার প্রদক্ষিণ করে, যেখানে আবুল খায়ের ভূঁইয়া ব্যবসায়ী ও জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
র্যালি পরবর্তী পুনর্মিলনী সভায় তিনি বলেন, ‘বিগত ১৭বছর সাধারণ মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি।র্যালি ও পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র এবিএম জিলানী, সদস্য সচিব: শফিকুল আলম আলমাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি: অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, বিএনপি নেতা ভূঁইয়া কামাল রায়হান, সাবেক ভিপি নজরুল ইসলাম লিটন, জাকির হোসেন হাওলাদার, আনিসুল হক,নুরে আলম মুকুল সহ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দলসহ অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে রায়পুরে বিএনপির নেতাকর্মীরা ঈদের আনন্দ ভাগ করে নেন এবং আগামী দিনের সংগ্রামের প্রস্তুতি নেন।