লক্ষ্মীপুরে তারাবি নামাজের সময় স্কুল শিক্ষকের মৃত্যু

চ্যানেল7বিডি ডেক্স: লক্ষ্মীপুরে তারাবি নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ মার্চ) রাত ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। রাত ১২টার দিকে তার বড় ছেলে আহনাফ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষক শরীফ হোসেনের পরিচয়
নিহত শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। স্ত্রী ও সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আব্বু সুস্থ ছিলেন, হঠাৎই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন
মৃতের ছেলে আহনাফ শাহরিয়ার জানান,
আব্বু পুরোপুরি সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো তিনি মসজিদে তারাবি নামাজ আদায় করতে যান। কিন্তু সেজদারত অবস্থায় তিনি হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয়দের প্রতিক্রিয়া
স্টেডিয়াম এলাকার ব্যবসায়ী ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মেহেরুল হাসান রাজু বলেন,
শরীফ হোসেন অত্যন্ত ভালো ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তিনি এলাকার একজন সজ্জন ব্যক্তি ছিলেন এবং শিক্ষার প্রসারে তার অবদান ছিল প্রশংসনীয়।

পুলিশের বক্তব্য
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
হৃদক্রিয়া বন্ধ হয়ে শরীফ হোসেন মারা গেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি খুব ভালো মানুষ ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া
তার আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থী, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে অনেকেই শোকবার্তা প্রকাশ করছেন।

আল্লাহ তাকে জান্নাত দান করুন—এমনটাই কামনা করছেন সবাই।

তথ্যসূত্র: বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।