জাকির হোসেন সুজন, রংপুরঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১৩ এর মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ০২/০৯/২০২৫ খ্রিস্টাব্দে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৯.১৫ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানা এলাকা থেকে ধৃত আসামি মোঃ একরামুল হক (৪৫), এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আসামীর সয়ন কক্ষের ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭.৬ কেজি গাঁজা জব্দসহ আসামি মোঃ একরামুল হক (৪৫), পিতা- মৃত হযরত আলী সাং নাওডাঙ্গা, থানা ফুলবাড়ি, জেলা কুড়িগ্রামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।