র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ০৪ বছর পর গ্রেফতার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২
কোম্পানী কমান্ডারের কার্যালয়
ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১
কুষ্টিয়া

প্রেস বিজ্ঞপ্তি

                                                                                                                        তারিখঃ ১৩ জুন ২০২৪ খ্রিঃ

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ০৪ বছর পর গ্রেফতার।

১।        র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

২।        এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়ার একটি চৌকষ আভিযানিক দল গত ১২ জুন ২০২৪ তারিখে রাত ২২৪০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি গ্রাম হতে কুষ্টিয়া জেলার মিরপুর থানার জিআর নং-৪১/২০, ধারা-২০১৮ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) এর ০১ বছরে সশ্রম কারাদন্ড ও ১০০০/-টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোছাঃ সুরাইয়া বানু (৩৯), পিতা-মৃত হাসেম আলী, সাং-সোনাইকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে আত্মগোপনে অবস্থান করাকালে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

            স্বাক্ষরিতঃ

এম আবুল হাশেম সবুজ
লেঃ কমান্ডার বিএন
কোম্পানী কমান্ডার
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া
মোবা-০১৭৭৭-৭১১২১১

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।