রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ: প্রেস সচিব

চ্যানেল7বিডি ডেক্স: রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় মিয়ানমারে ফেরানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ একটি বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য থাকবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। রাখাইনের সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এজন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

মানবিক সহায়তা সংকট ও আন্তর্জাতিক সহায়তার গুরুত্ব
রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে শফিকুল আলম বলেন, বর্তমানে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা হ্রাস পেয়েছে, যা উদ্বেগজনক। জাতিসংঘ মহাসচিবের সফর এই সহায়তা সংগ্রহে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। রোহিঙ্গাদের পুষ্টি চাহিদা কোনোভাবেই উপেক্ষিত হওয়া উচিত নয়। তাদের জন্য প্রতিমাসে প্রায় ১৫ মিলিয়ন ডলার প্রয়োজন, যা আন্তর্জাতিক সহায়তা ছাড়া সম্ভব নয়।

সেপ্টেম্বরে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন
তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যেখানে ফিনল্যান্ড ও মালয়েশিয়া কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতিসংঘ মহাসচিবের সফর এবং এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার একটি কার্যকর ও দ্রুত সমাধানের পথ বেরিয়ে আসবে।

বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত
শফিকুল আলম জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। আমরা চাই, বিশ্ব নেতৃবৃন্দ রোহিঙ্গা সংকটের প্রতি আরও মনোযোগী হোক এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথ সুগম করুক।

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *