ইউসুফ হুসাইন লালপুর নাটোর প্রতিনিধি: “’রুখবো দুর্নীতি,গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের লালপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৩ দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হন এবং নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলের শিক্ষার্থীরা ২য় স্থান
অর্জন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান বিজয়ী দল ও ২য় স্থান পাওয়া দলের শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরুস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ,সাধারণ সম্পাদক সাংবাদিক মোজাম্মেল হক ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান,নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলের প্রধান শিক্ষক গাওছুল আযম,বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ খালেক প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।