রাশিয়ার ভুলে বিমান বিধ্বস্ত: আজারবাইজানের প্রেসিডেন্টের অভিযোগ

অনলাইন ডেক্স: আজারবাইজান এয়ারলাইনসের বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়াকে দোষারোপ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। কাজাখস্তানে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে রাশিয়ার অনিচ্ছাকৃত ভুল হিসেবে বর্ণনা করলেও, বিষয়টি গোপন করার জন্য মস্কোকে অভিযুক্ত করেছেন তিনি।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রজনি যাচ্ছিল ফ্লাইট জে২-৮২৪৩। বিমানটিতে ৬৭ জন আরোহী ছিলেন, যার মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার একদিন পর রয়টার্সকে চারটি সূত্র জানিয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে ইউক্রেনীয় ড্রোন ভেবে গুলি ছোড়ে।

রোববার (২৯ ডিসেম্বর) আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশনে আলিয়েভ বলেন, “বিমানটি রাশিয়ার ছোঁড়া গুলিতেই ভূপাতিত হয়েছে। আমরা বলছি না এটি ইচ্ছাকৃত ছিল, তবে এটি ঘটেছে।

তিনি আরও বলেন, “রাশিয়ার ভূখণ্ড থেকে ছোড়া গুলি বিমানটিকে আঘাত করে, যার ফলে এটি নিয়ন্ত্রণ হারায় এবং বিধ্বস্ত হয়।”

মস্কো দুর্ঘটনার বিষয়টি চেপে রাখার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন আলিয়েভ। তিনি বলেন, “প্রথম তিন দিন রাশিয়া বিভ্রান্তিকর তথ্য ছাড়া কিছুই দেয়নি।

অন্যদিকে, শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করে বলেন, ইউক্রেনীয় ড্রোন ঠেকাতে গিয়ে ভুলবশত যাত্রীবাহী বিমানটি গুলি করা হয়। তবে শুরুতে রুশ কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করেছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।