কাউছার আলম, লক্ষ্মীপুর প্রতিনিধি : আসন্ন ২৮ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য রায়পুর বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন এলাকার পরিচিত মুখ, সফল উদ্যোক্তা ও সমাজসেবক মোঃ ইব্রাহিম খান ।
মোঃ ইব্রাহিম খান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মেসার্স জনতা ট্রেডার্স এর পরিচালক চেয়ারম্যান এবং রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত ব্যবসায়ী সমাজের কল্যাণে কাজ করে আসছেন। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, আমি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, সুষ্ঠু বাণিজ্য
পরিবেশ এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তোলার প্রত্যয়ে সভাপতি পদে প্রার্থী হয়েছি। তিনি আরও বলেন, রায়পুরের ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা, সংগঠনের কার্যক্রমে ডিজিটাল রূপান্তর এবং সদস্যদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণই হবে আমার অগ্রাধিকার।
ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ভালোবাসা, আস্থা ও নিরন্তর সহযোগিতা আমাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে সবসময়। এ জীবনে নানা ভাবে-আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। আপনাদের আন্তরিকতা আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছে। রায়পুর বাজার শুধু আমাদের জীবিকার কেন্দ্র নয়, এটা আমাদের সম্মিলিত স্বপ্নের ঠিকানা। তাই এই বাজারকে আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও সমৃদ্ধ করে তোলাই আমার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে দায়িত্ব। আর দায়িত্ব পালনে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিচ্ছি।