রায়পুর বনিক সমিতি নির্বাচন সম্পূর্ণ : সভাপতি মুরাদ, সম্পাদক আলমগির

কাউছার আলম, লক্ষ্মীপুর প্রতিনিধি : রায়পুরে ৪০বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে রায়পুর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার (৫ জুলাই) এই নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন নতুন নেতৃত্ব। সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে ভোটকেন্দ্র।

নির্বাচনের ফলাফলে বিজয়ীরা হলেন- সভাপতি সাইফুল ইসলাম মুরাদ (প্রতীক: চেয়ার), সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান (প্রতীক: বালতী), সহ-সভাপতি হাজী মো. সফিকুল ইসলাম (প্রতীক: ক্যামেরা), সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (প্রতীক: ছাতা), যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মালেক (প্রতীক: ভ্যান গাড়ি), সাংগঠনিক সম্পাদক জিয়া উল্যাহ মামুন (প্রতীক: জগ), দপ্তর সম্পাদক জহির হোসেন (প্রতীক: ডাব), প্রচার সম্পাদক মোকতার হোসেন (প্রতীক: মাইক), ক্রীড়া সম্পাদক মো. সোহেল (প্রতীক: ক্রিকেট ব্যাট), পাঠাগার ও লাইব্রেরী সম্পাদক রাজু

(প্রতীক: কলম), কোষাধ্যক্ষ মো. জসিম (প্রতীক: পাঞ্জাবি) ও সমাজ সেবা মাওলানা মামুনুর রশিদ (প্রতীক: দোয়েল)। এছাড় সদস্য হলেন- আবুল হাসেম (প্রতীক: আপেল), তানভীর হাসান (প্রতীক: উড়োজাহাজ), মো. ওমর ফারুক(প্রতীক: টেবিল) ও খায়রুল আলম (প্রতীক: হাতি)।

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী জিয়াউল্লাহ মামুন হোসেন বলেন, নির্বাচিত হোক বা না হোক, আমরা সবাই মিলে একসাথে রায়পুরের ব্যবসায়িক পরিবেশের উন্নতির জন্য কাজ করবো।

এখানে জয়ের কিছু নেই-এটি সম্পূর্ণরূপে দায়িত্ব। আমার প্রিয় বন্ধুবন্ধব, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং দেশে-বিদেশে থাকা সকল শুভানুধ্যায়ী যারা শুরু থেকে আমার জন্য দোয়া ও প্রচেষ্টা চালিয়েছেন-আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আসুন আমরা সবাই মিলেই ভালোবাসা, সম্মান ও ঐক্যের বন্ধনে রায়পুরকে আরও সুন্দর করে গড়ে তুলি আমাদের আগামী প্রজন্মের জন্য। ধন্যবাদ আমার রায়পুরের সকল সম্মানিত ব্যাবসায়ীদেরকে।

বিজয়ী হওয়ার পরে নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আমাকে ভোট দিয়ে বিজয়ী করায়, আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি,এবং কৃতজ্ঞ সকল ব্যবসায়ীদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *