কাউছার আলম : লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা জানাজানি হলে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওই রাতে এক রোগীর শরীরে স্যালাইন শেষ হওয়ার পর হঠাৎ তার গলা ফুলে যায়। রোগীর স্বজনরা বোতল পরীক্ষা করে দেখতে পান, সেটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করলে অন্য রোগীরাও আতঙ্কিত হয়ে ওঠেন।
খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম ঘটনাস্থলে ছুটে গিয়ে রোগী ও তাদের স্বজনদের শান্ত করেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। কারও গাফিলতি থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘটনায় আতঙ্কিত একাধিক রোগী জানান, আমরা চিকিৎসা নিতে এসেছি, কিন্তু এখানে যদি মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব? এতে তো জীবনের ঝুঁকি বেড়ে যায়।
আরেক রোগীর স্বজন নাসরিন আক্তার অভিযোগ করেন, হাসপাতালে এ ধরনের ঘটনা অমানবিক। আমরা চাই, এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
ভর্তি থাকা রোগী আবদুল কাদের বলেন, আমরা গরিব মানুষ, প্রাইভেট ক্লিনিকে যেতে পারি না। এখানে যদি এমন ঘটনা ঘটে তবে আমাদের চিকিৎসা কোথায় হবে?
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যে আরএমওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।