রায়পুরে যুবসমাজের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি : ফিলিস্তিনে মুসলিম হত্যা এবং ভারতের নাগপুরে মুসলমানদের নির্বিচারে হত্যা, নির্যাতন, বুলডোজার দ্বারা বাড়ি-ঘর ভাঙচুর সহ ভারতজুড়ে উগ্র সাম্প্রদায়িকতার প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে যুবসমাজের ব্যানারে রায়পুর থানা  সম্মুখে ওসমান গনি চত্বর  চাঁদপুর-রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধনে যুবসমাজের পাশাপাশি ছাত্র সমন্বয়ক ও শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ছাত্র সমন্বয়ক জোবায়ের আল আহসান, ফয়েজ আহমেদ, আসিফ, নাসির আল ইমরান, ওসমান শুভ, নাইম হোসেন, নুর আলম হৃদয় প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।