কাউছার আলম, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষীপুরের জেলাপ্রশাসক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খানের নির্দেশনায় রায়পুরে মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়।
লক্ষ্মীপুরের রায়পুরে (১৩মার্চ) বৃহস্পতিবার রায়পুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ আরমান। অভিযান পরিচালনাকালে নিম্নমানের অনুমোদনহীন পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য মজুদ, শিশুদের জন্য তৈরিকৃত নিম্নমানের ভেজাল পণ্য মজুদ ও বিক্রয়ের অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩টি মামলায় ৩,৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়৷ একই সাথে দুইটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, রায়পুর থানা পুলিশ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ও রায়পুরে উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ আরমান বলেন,জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।